কিভাবে SSL কিনবেন ও ইন্সটল করবেন । How to Buy SSL & install

আসসালামু আলাইকুম।
আশা করি সবাই ভালো আছেন?

আজকে আমি আপনাদের সামনে গল্পে গল্পে কিভাবে SSL কিনবেন ও install করবেন?
সে সম্পর্কে আলোচনা করবো।




তো যাওয়া যাক আমাদের আজকের পর্বে।

মজনু তারপরের দিন গেল  হৃদয় খান  ভাই এর কাছে কিভাবে SSL কিনবেন ও install করবেন তা নিয়ে জানবার জন্য ।

মজনুঃ ভাই ভাল আছেন?
হৃদয় খানঃ-  জি ভাল আছি, আপনি ভাল আছেন তো?

মজনুঃ ভাই SSL কি ?

হৃদয় খানঃ-   ভাই, SSL পুরা মানে হচ্ছে, Secure Sockets Layers এইটা আসলে ওয়েবসাইট ব্যবহারকারী তথ্যের সুরক্ষা করে থাকে। আমরা যারা ইন্টারনেট ব্যবহার করে কোনো তথ্য পেতে বিভিন্ন ওয়েবসাইট এ যাই কোনো কোনোটায় আবার আপনি মেইল ID বা ফেইসবুক ID দিয়ে ঢুকছেন।
তাই আপনার তথ্যগুলো সুরক্ষিত রাখতেই SSL এর ব্যবহার। এই সুরক্ষা থাকার জন্য আপনাকে একটা সার্টিফিকেট ইস্যু করার প্রয়োজন পরে থাকে। এই SSL আবার TLS নামেও পরিচিত যার পূর্ণরূপ Transport Layer Security protocol.

মজনুঃ SSL কেন প্রয়োজন ?

হৃদয় খানঃ-  আপনি যদি সাইট হয় আপনার মানি সাইট যেমন Adsense Blogging বা Affiliate Site  বা E-Commerce সাইট তবে SSL খুবই গুরুত্বপূর্ণ।

বিশেষ করে Payment তথ্যাদি যদি গ্রহণ করে থাকেন বা আপনার সাইট এর সিকিউরিটি সুরক্ষা লাগে তখন যেমন দেখবেন Paypal, Payoneer,Upwork, Fiverr সবাই SSL ব্যাবহার  করে থাকে।
কারণ, তাদের Seller Buyer সকল তথ্যাদি সুরক্ষা দিতে হয় সাথে সাথে পেমেন্ট ও সুরক্ষা প্রয়োজন।


এছাড়াও গুগল কিছুদিন আগেই বলে দিয়েছে, যেসব সাইট এ SSL ব্যবহার করবে ওই সব সাইটকে সার্চ ইঞ্জিন দ্রুত Rank করাবে। আপনার সাইট এ যদি SSL থাকে, তাহলে আপনি বাড়তি সুবিধা পাবেন Rank এ।

মজনুঃভাই আমি কিভাবে SSL কিনবো ?

হৃদয় খানঃ-  আপনি প্রথমে SSL কিনতে আপনি আপনার ডোমেইন প্রদানকারী কোম্পানি থেকে কিনতে পারেন বা SSL সেলার থেকে কিনতে পারেন । SSL সেলার এর মাঝে রয়েছে Namecheap , Bluehost , Hostgator ,i-page ইত্যাদি অন্যতম ।

চলুন আমরা একটা SSL কিনি Namecheap  থেকে ।

প্রথমে আমরা এই ইউআরএলে যাবো
https://www.namecheap.com/security/ssl-certificates.aspx

তারপর আপনার সামনে নিচের মতন একটা উইন্ডো আসবে ।



তারপর আপনাকে বাছাই করতে হবে যে কয়টা ডোমেইনের জন্য SSL কিনবেন ।
আপনার যেহেতু একটা তাই আমরা  পজিটিভ SSL কে বাছাই করছি । নিচের ছবিটি লক্ষ্য করুন ।



এখানে গিয়ে আপনি চাইলে বছর ঠিক করে দিতে পারেন । তাহলে আপনার বছর অনুযায়ী দাম বাড়বে ও কমবে ।
আপনি কত বছর এর জন্য কিনবেন ঠিক করে Buy Now বাটন ক্লিক করলে, আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে বলবে ।
 অ্যাকাউন্ট না থাকলে আপনাকে অ্যাকাউন্ট করে Card অ্যাড করতে হবে তারপর আপনার কার্ড থেকে ডলার কেটে নিবে SSL এর জন্য । তাহলেই আপনার SSL কিনা হয়ে যাবে ।

মজনুঃ ভাই টাকা পয়সা কম আছে বলেন কিভাবে ফ্রীতে SSL ব্যাবহার করতে পারি ও কিছু ফ্রী SSL এর নাম বলুন ভাই ?

হৃদয় খানঃ-  আপনি চাইলে ফ্রীতে SSL ব্যাবহার করতে পারবেন আমি নিচে কিছু ফ্রী SSL প্রদানকারী কোম্পানি থেকে সার্ভিস নিতে পারেন ।

• https://letsencrypt.org/
• https://ssl.comodo.com/free-ssl-certificate.php
• https://www.cloudflare.com/
• https://www.startssl.com/
• https://www.sslforfree.com/
• https://www.cloudways.com/en/



উপরের সবগুলি থেকে আপনি ফ্রী SSL সার্টিফিকেট নিয়ে  ব্যাবহার করতে পারবেন।

মজনুঃ ভাই যদি একটা ফ্রী SSL সার্টিফিকেট  install করতে পারি তা যদি দেখাতেন, কিভাবে এটি  করে, তাহলে খুবই ভাল হত !

হৃদয় খানঃ-   আমি আপনাকে Cloud ওয়ে দিয়ে কিভাবে ফ্রী SSL সার্টিফিকেট install করতে পারেন তাই দেখাচ্ছি ।

প্রথমে আপনি এই খানে অ্যাকাউন্ট ওপেন করবেন তারপর আপনি আপনার অ্যাকাউন্ট এ লগ ইন করবেন । নিচের ছবিটি লক্ষ্য করুন ।



চিত্রের বক্স  এর   সাইন দেয়া জাইগায় ক্লিক করবেন ।



তারপর SSL সার্টিফিকেট নামক বক্সে ক্লিক করবেন।
তারপর ২য় বক্সের জাইগায় ক্লিক করবেন, তারপর নিচের ১ম বক্সে Email Address দিবেন ,তার নিচের বক্সে আপনার ডোমেইন এর নাম দিবেন তারপর যদি আপনার সাব ডোমেইন থাকে তাহলে নিচের ২ বক্সে তা একে একে অ্যাড করে দিয়ে install সার্টিফিকেট নামক বক্সে ক্লিক করুন ।

নিচের ছবিটি লক্ষ্য করুন ।



এইভাবে কিছু সময় নিবে SSL সার্টিফিকেট  Process হতে ।

তারপর  আপনি দেখতে পারবেন যে আপনার SSL সার্টিফিকেট Active হইয়া গেছে ।

আপনি আপনার ওয়েবসাইট এর SSL সার্টিফিকেট Active হয়েছে কিনা চেক করতে পারেন নিচের দেয়া এই ওয়েবসাইট থেকে,

https://www.sslshopper.com/ssl-checker.html

মজনুঃ ভাই কিভাবে ওয়েবসাইট এর SSL সার্টিফিকেট Active হয়েছে কিনা চেক করতে পারবো যদি একটু শেয়ার করতেন তাহলে খুবই ভাল হত !

হৃদয় খানঃ-  আমি আপনাকে Example হিসাবে ফেসবুক কে ইউস করে দেখাচ্ছি ।  নিচের ছবিটি লক্ষ্য করুন ।



এর মানে হচ্ছে  SSL Active ও ঠিক ভাবে সার্টিফিকেট করা আছে ।

মজনুঃ জি ভাই তাই দেখাচ্ছে।

হৃদয় খানঃ- ভাই কি সব বুঝতে পারছেন?

মজনুঃ জি ভাই বুঝতে পারছি।


তো মজনু ভাই, অন্য আরেকদিন অন্য বিষয়ে আলোচনা করবো। আর আপনি যে কোন বিষয়ে জানতে পারবেন, আমাকে কমেন্টস বক্সে প্রশ্ন করবেন। কেমন?

মজনুঃ ওকে হৃদয় খান। আমার কোন জায়গায় বুঝতে সমস্যা হলে, অবশ্যই কমেন্টস বক্সে জানাবো।
ধন্যবাদ। আল্লাহ হাফেজ।

Rate this article

Loading...

Post a Comment

© আদর্শ টিভি 24/7. All rights reserved.

Cookies Consent

This website uses cookies to ensure you get the best experience on our website.

Cookies Policy

We employ the use of cookies. By accessing Lantro UI, you agreed to use cookies in agreement with the Lantro UI's Privacy Policy.

Most interactive websites use cookies to let us retrieve the user’s details for each visit. Cookies are used by our website to enable the functionality of certain areas to make it easier for people visiting our website. Some of our affiliate/advertising partners may also use cookies.