MS Excel Bangla Tutorial | এক্সেলে কিভাবে স্যালারী শীট তৈরী করা যায়?

Microsoft Excel স্যালারি সীট তৈরি

আমরা পূর্বের কয়েকটি আলোচনায় জেনেছি Microsoft Excel  যোগ বিয়োগ গুণ ভাগ কিভাবে করতে হয়। এবার আলোচনার বিষয় কিভাবে Microsoft Excel স্যালারি সীট তৈরি করতে হয়।
আমরা জানি যে একটি স্যালারি সীটে সাধারাণত নাম, বেসিক স্যালারি, হাউজ রেন্ট, মেডিক্যাল এল্যাউন্স, টোটাল স্যালারি ইত্যাদি বিষয় গুলো থাকে। আবার Microsoft Excel স্যালারি সীট তৈরি করার জন্য সাধারণত যোগ, গুণ, পারসেন্টেন্স ইত্যাদি ব্যবহার করা হয়। নিচে একটি স্যালারি সীটের ছবি এবং এর বিভিন্ন বিষয় গুলো কিভাবে সম্পন্ন করতে হয় সে সম্পর্কে আলোচনা করা হল। আমাদের করা ওভারটাইম সহ স্যালারি সিটও দেখে নিতে পারেন
ধরুন একটি প্রতিষ্ঠানে পাঁচ জন কর্মচারী আছে যাদের নামঃ () তুষার, () আল-আমিন, () রব্বানি, () কল্লোল, () শফিক। এদের বেসিক স্যালারি যথাক্রমে () ৬০০০৳ () ৫৫০০৳ () ৫০০০৳ () ৪০০০৳ () ৩৫০০৳। এবং এদের সকলের হাউজ রেন্ট ৪০% মেডিক্যাল এল্যাউন্স ১০% এখন আমরা এদের টোটাল স্যালারি বের করবো।
উপরের ছবিতে আমরা একটি স্যালারি সীটের বেসিক ফরম্যাট তৈরি করেছি। এখন আমরা সকলের বেসিক স্যালারির উপরে ৪০% হারে হাউজ রেন্ট বের করার ফর্মুলাটি দেখব। উপরে হাউজ রেন্ট রেজাল্ট বের করার জন্য দুটি ছবি দেওয়া হয়েছে। প্রথম ছবিতে  এক জনের হাউজ রেন্ট বের করার জন্য ফর্মুলা বারে =C2*40% ফর্মুলাটি লিখে এন্টার চেপে রেজাল্ট বের করা হয়েছে। Microsoft Excel  স্যালারি সীট তৈরি বা অন্যান্য ফরম্যাট তৈরি করার জন্য প্রত্যেকের আলাদা ভাবে যোগ, গুণ, পারসেন্টেন্স বের করার প্রয়োজন হয়না। শুধু এক জনের রেজাল্ট বের করে নেওয়ার পর একটি বিশেষ পদ্ধতি ব্যবহার করে সকলের রেজাল্ট বের করা যায়। উপরে প্রথম ছবিটি লক্ষ্য করুন, সেখানে হাউজ রেন্ট এর সেলের নিচে বাম দিকে লাল চিহ্ন নির্দেশিত অংশে মাউস রাখুন। মাউস পয়েন্টার টি আলাদা রুপ ধারন করবে, এবার left বাটন চাপে ধরে নিচের সবার হাউজ রেন্ট ঘর গুলো সম্পূর্ণ করুন। তাহলে ফর্মুলা অনুযায়ী সকলের ৪০% হারে হাউজ রেন্টের ফলাফল অটোম্যাটিক বের হয়ে যাবে। নিচের  ছবিতে লক্ষ্য করলে বিষয়টি বুঝতে পারবেন।

একই ভাবে হাউজ রেন্টের মতো ফর্মুলা ব্যবহার করে প্রথমে একজনের ১০% হারে মেডিক্যাল এলাউন্স বের করতে E2 সেলে ফর্মুলা লিখুন = C2*10%  এবং এরপর উপরে নির্দেশিত বিশেষ পদ্ধতি ব্যবহার করে মাউস এর সাহায্যে সকলের মেডিক্যাল এলাউন্স এর ফলাফল শর্টকাট বের করুন।
এবার আমরা প্রত্যেকের টোটাল স্যালারি বের করার জন্য বেসিক স্যালারি, হাউজ রেন্ট, মেডিক্যাল এলাউন্স এর পরিমান গুলোকে যোগ করে ফলাফল বের করবো। আর তা করবার জন্য F2 সেলে লিখুন =SUM(C2:E2)  এবং এরপর উপরে নির্দেশিত বিশেষ পদ্ধতি ব্যবহার করে মাউস এর সাহায্যে
সকলের টোটাল স্যালারির ফলাফল শর্টকাট বের করুন। নিচে ছবির মাধ্যমে টোটাল স্যালারি বের করার বিষয়টি দেখানো হল।

টোটাল স্যালারি বের করার জন্য উপরের ছবিটি লক্ষ্য করুন। টোটাল স্যালারি বের করার জন্য প্রথমে একজনের বেসিক স্যালারি, হাউজ রেন্ট  মেডিক্যাল এলাউন্স এর পরিমাণগুলোকে SUM ফর্মুলা ব্যবহার করে যোগ করা হয়েছে।

আমরা পূর্বেই আলোচনা করেছি যে, প্রত্যেকের টোটাল বের করার জন্য আলাদা ভাবে ফর্মুলা ব্যবহার করার প্রয়োজন নেই। উপরের ছবিটি লক্ষ্য করুন। এখানে একজনের টোটাল স্যালারি বের করার পর বিশেষ পদ্ধতি ব্যবহার করে সকলের টোটাল স্যালারি বের করা হয়েছে যা আমরা পূর্বেই আলোচনা করেছি।
আমরা চেষ্টা করেছি উপরের আলোচনায় Microsoft Excel  স্যালারি সীট তৈরি কিভাবে করতে হয় তার একটি প্রাথমিক ধারণা দেবার। আশা করি থেকে আপনারা উপকৃত হবেন। উপরের আলোচনার কোন অংশ বুঝতে অসুবিধা হলে কমেন্টে আমাদের জানাতে ভুলবেন না।

Rate this article

Loading...

Post a Comment

© আদর্শ টিভি 24/7. All rights reserved.

Cookies Consent

This website uses cookies to ensure you get the best experience on our website.

Cookies Policy

We employ the use of cookies. By accessing Lantro UI, you agreed to use cookies in agreement with the Lantro UI's Privacy Policy.

Most interactive websites use cookies to let us retrieve the user’s details for each visit. Cookies are used by our website to enable the functionality of certain areas to make it easier for people visiting our website. Some of our affiliate/advertising partners may also use cookies.