গঙ্গায় ভাসিয়ে দেয়া হচ্ছে ‘করোনায় মৃতদের’ দেহ!

ভারতে করোনায় মৃতদের প্রকৃত তথ্য গোপন করতে দেশটির বিহার রাজ্যে মরদেহ গঙ্গা নদীতে ভাসিয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। দেশটির অনলাইন বাংলা গণমাধ্যম এই সময়ের এক প্রতিবেদন থেকে এমন তথ্য জানা গেছে।


                                                                          ছবি : সংগৃহীত






সারা পৃথিবীই করোনার থাবায় লণ্ডভণ্ড। ইতোমধ্যে এ ভাইরাসে মৃতের সংখ্যা ছয় লাখের কাছাকাছি পৌঁছে গেছে। মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১ কোটি ৩৫ লাখের বেশি।

দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ ভারত করোনা উপদ্রুত দেশগুলোর মধ্যে ওপরের সারিতেই রয়েছে। সরকারি হিসেবে ৯ লাখ ৩৭ হাজার ৪৮৭ জন আক্রান্ত নিয়ে এ হিসেবে তৃতীয় অবস্থানে রয়েছে দেশটি। এখন পর্যন্ত সেখানে অষ্টম সর্বোচ্চ ২৪ হাজার ৩১৫ জন মারা গেছেন।

এরই মধ্যে দেশটির বিভিন্ন রাজ্য করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতি সামলাতে নাজেহাল। করোনায় মৃতদের প্রকৃত তথ্য গোপন করতে দেশটির বিহার রাজ্যে মরদেহ গঙ্গা নদীতে ভাসিয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। দেশটির অনলাইন বাংলা গণমাধ্যম এই সময়ের এক প্রতিবেদন থেকে এমন তথ্য জানা গেছে।

বিহারের করোনা পরিস্থিতি জটিল হওয়ার প্রেক্ষিতে গত ১৩ জুলাই, সোমবার ফের লকডাউনের ঘোষণা দিয়েছেন রাজ্যটির উপমুখ্যমন্ত্রী সুশীর কুমার মোদি। তার ঘোষণা অনুযায়ী, এ লকডাউন চলবে আগামীকাল ১৬ জুলাই, বৃহস্পতিবার থেকে ৩১ জুলাই পর্যন্ত। এরই মধ্যে রাজ্যটিতে করোনায় মৃতদের প্রতি অমানবিক আচরণের অভিযোগ উঠেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু ছবি গত কয়েকদিনে ভাইরাল হয়েছে, যেসব ছবিতে দেখা যায় রাজ্যটির রাজধানী পাটনার পাশ দিয়ে বয়ে চলা গঙ্গা নদীতে নৌকায় করে বেশ কিছু মরদেহ ভাসিয়ে দেয়া হচ্ছে। যদিও ওই মরদেহগুলো করোনায় আক্রান্ত হয়ে মৃতদেরই দেহ কিনা তা নিশ্চিত হওয়া না যায়নি। তবে করোনায় মৃতদের তথ্য গোপনের বেশ কিছু অভিযোগ সামনে আসার প্রেক্ষিতে এ ঘটনায় দেশজুড়ে সাড়া ফেলে দিয়েছে। বিরোধী রাজনৈতিক দলগুলোর দাবি, ওই মরদেহগুলো করোনায় আক্রান্তদেরই। রাজ্যের করোনা পরিস্থিতি গোপন করতেই এমন করা হচ্ছে বলে তারা অভিযোগ তোলেন।

ছবিগুলো তুলেছিলেন সর্বভারতীয় গণমাধ্যম ‘হিন্দুস্থান টাইমস’র চিত্রসাংবাদিক পারওয়াজ খান। তিনি বলেন, ‘আমি ৭ জুলাই কালী ঘাটে গিয়েছিলাম গঙ্গার জলস্তরের ছবি তুলতে। দুপুর নাগাদ আমি স্পষ্টতই দেখতে পাই, তিন জন মানুষ গঙ্গায় মৃতদেহ ছুড়ে ফেলছেন। কিন্তু আমি নিশ্চিতভাবে বলতে পারব না, ওই দেহ করোনা আক্রান্তেরই।'

এ বিষয়টি ভাইরাল হওয়ার পর এ নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে বিহার সরকার। ইতোমধ্যে রাজ্যটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে সরকারি হিসেবে, ইতোমধ্যে ১৬০ জন মারা গেছেন।

এমন অবস্থায় ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে বেশ চাপে ফেলে দিয়েছেন তার বিরোধী নেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদের পুত্র তেজস্বী যাদব। তার অভিযোগ, মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বাসভবনেই ৮৫ জনের করোনা পজিটিভ এসেছে। বিহারে বিজেপির ৭৫ নেতা করোনা আক্রান্ত বলেও দাবি করেন তিনি।

সম্প্রতি তিনি নীতিশ কুমার সরকারের বিরুদ্ধে করোনা মোকাবিলার চাইতে আসন্ন বিধানসভা নির্বাচন নিয়েই বেশি মনোযোগী বলে অভিযোগ করেছিলেন।

 সুত্রঃ  বাংলা/এসএ/

Rate this article

Loading...

Post a Comment

© আদর্শ টিভি 24/7. All rights reserved.

Cookies Consent

This website uses cookies to ensure you get the best experience on our website.

Cookies Policy

We employ the use of cookies. By accessing Lantro UI, you agreed to use cookies in agreement with the Lantro UI's Privacy Policy.

Most interactive websites use cookies to let us retrieve the user’s details for each visit. Cookies are used by our website to enable the functionality of certain areas to make it easier for people visiting our website. Some of our affiliate/advertising partners may also use cookies.